শ্রী রামকৃষ্ণ আশ্রম এর মন্দির প্রতিষ্ঠা। হিন্দু এবং মুসলিম ধর্মের একটা মহান মিলন ক্ষেত্র হল বীরভূম।

ধর্মের যেমন বেশ কিছু তীর্থস্থান রয়েছে এই বীরভূমের মাটিতে তেমনি মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাজার শরীফ রয়েছে এই বীরভূমে। তাই বীরভূম উভয় সম্প্রদায়ের একটা মিলনক্ষেত্র বললে ভুল হবেনা। এই বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিন মন্দির বিগ্রহ প্রতিষ্ঠিত করা হলো। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বড়জোরার পক্ষ থেকে ষষ্ঠী পদ নন্দীর উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। সকালে প্রভাত ফেরির মাধ্যমে ৮০ জন কুমারী মেয়েকে সঙ্গে নিয়ে অজয় নদীর জলে ঘট ডুবিয়ে সেই ঘট এনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। জয়দেব কেন্দুলী একটি ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান বলে খ্যাত রয়েছে। এই ধর্মীয় পিঠস্থানে মকর সংক্রান্তিতে বসে মেলা। আর এই মেলায় অসংখ্য আশ্রম এসে ভোগ বিতরণ করে থাকেন নরনারায়ণের মধ্যে। তারই একটি অংশ হিসাবে সৃষ্টির রামকৃষ্ণ আশ্রম বড়জোরার পক্ষ থেকে একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করা হলো, জয়দেব কেন্দুলী ধামে। কমবেশি তিনসরও অধিক লোককে এখানে খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে। নাম সংকীর্তন ছাড়াও বিভিন্ন ধরনের সাধু সন্তুদের আগমন ঘটেছে এই মন্দির প্রতিষ্ঠা দিনে।