রতুয়া 2 ব্লকের সম্বলপুর অঞ্চলের সম্বল বাসিনী বুড়ি মাতা মন্দিরে গোটা বৈশাখ মাস ব্যাপী পূজা হয়।

মূলত শনিবার এবং মঙ্গলবার বেশি ভোক্তার সমাগম হয় । বৈশাখ মাস পহেলা বৈশাখে মন্দিরে ভক্তের ঢল নেমে যায় ।মালদা শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে আসে ভক্তরা এই সম্বলপুর বুড়ি মায়ের মন্দিরে। এই পুজোকে কেন্দ্র করে ছোটখাটো মেলাও বসেছে।আজ বৈশাখ মাসের শেষ শনিবার নেমে আসে ভক্তদের ঢল ।জানা গেছে এই মন্দিরে পুজো, দীর্ঘদিনের পুরনো পুজো বলে জানা যায়। এই বুড়ি মায়ের মন্দিরের পূজো নির্মল মিশ্র পরিবার দেখাশোনা করেন বলে জানা যায়। এই মন্দিরে হিন্দু-মুসলিম সকলেই আসেনপূজো দিতে।আজ বৈশাখ মাসের শেষ শনিবার পুজো হয় ।এবং আজ বৈশাখ মাসর শেষ দিন খিচুড়ি ভোগের আয়োজনও করা হয়।