মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পুকুরিয়া থানার পরিচালনায় এবং পরান পুরা অঞ্চলের সহযোগিতায় এক বিরাট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়

রবিবার খেলাটি হয় চাঁদপুর কার বলা ময়দানে এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে ফাইনাল পর্বের খেলায় অংশগ্রহণ করে মীর জাত পুর এবং চাঁদপুর চ্যাম্পিয়ন হয় মির্জাতপুর এবং রানার্স হয় চাঁদপুর জয়ী দলে রাতে নগদ ছয় হাজার টাকা এবং ট্রফি তুলে দেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী এবং রানার্স দলের হাতে নগদ পাচ হাজার টাকা এবং ট্রফি তুলে দেন পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী উক্ত খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক সমর মুখার্জী রতুয়া ২ নম্বর ব্লকের ভিডিও নিশিত কুমার মাহাতো পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ বিভিন্ন অফিসারেরা এবং পরানপুর অঞ্চল প্রধানের প্রতিনিধি শেখ শাহজাহান আশেপাশের গ্রামগুলো থেকে প্রচুর দর্শকের সমাগম ঘটে এই খেলা দেখতে