বাংলাদেশে একের পর এক আগুনের কাণ্ড ঘটেই চলেছে। এবার ঢাকার অভিজাত নিউ সুপার মার্কেটটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল।

সুপার মার্কেটটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে দমকল বিভাগের ৩০টি ইউনিটের ২২০ জন ফায়ার ফাইটার কাজ করেন। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করে দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে দমকলের পাশাপাশি বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও কাজ করেন। ঢাকার নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশপাশের মার্কেটগুলো বন্ধ রয়েছে। নিউমার্কেটের কাছাকাছি চন্দ্রীমা সুপার মার্কেট, গ্লোব শপিং মল, বদরুদ্দোজা সুপার মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, নূর মেনশন সুপার মার্কেট, হকার্স মার্কেট, চাঁদনী চক, ইয়াকুব সুপার মার্কেট, নূর জাহান সুপার মার্কেট, গোল্ডেন সুপার মার্কেট বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব দোকান-অফিস বন্ধ। এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষ ঢুকতে গেলে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। নিউ সুপার মার্কেটে লাগা আগুন সকাল সোয়া নয়টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে দাবি দমকল বিভাগের। তবে প্রত্যক্ষ দর্শীরা বলছেন, আগুন পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে। নিউ মার্কেটির তৃতীয় তলা থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়েছে। নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৩ জন অফিসার, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার ২ জন, আনসার সদস্য ২ জন, স্কাউট ১ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্টসহ ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।মার্কেটটির অনেক করমচারির ইচ্ছা ছিল যে, ইদে বেতন-বোনাস পাবে, কেনাকাটা করবে। কিছুই নেই এখন। আগুনে পুড়ে সব শেষ। এ হতাশা জানিয়ে বলছিল আগুন থেকে ভাগ্যক্রমে বেঁচে শিশু দোকান কর্মচারী মো. নাহিদ। শনিবার সকালে মার্কেট থেকে তাকে উদ্ধার করা হয়। নাহিদ বলে, আগুন লাগার কথা শোনার পর দোকানের মালামাল বাঁচাতে সে ভেতরের গলি দিয়ে দোকানে যায়। সেখানে যাওয়ার পর দেখে সবকিছু আগুনে পুড়ে লাল হয়ে গেছে। কোনো কিছু বাঁচাতে পারেনি। সব পুড়ে গেছে। ধোঁয়ার কারণে এক সময় সে বেহুঁশ হওয়ার মতো অবস্থা হয়েছিল। তাকে দোকানের মালিক বের করে আনে। বাংলাদেশে বিভিন্ন মার্কেটে আগুন কাণ্ড ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় গণভবনে আওয়ামি লিগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। সকলকে আরও বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। সম্প্রতি ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়। বঙ্গবাজারের দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *