পরীক্ষা কেন্দ্রে বোর্ড নিয়ে ঢুকতে না দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্নাতক দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা।

বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ওই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের সেখপাড়ার জিডি কলেজের সামনে সেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়কে। পরে রানিনগরের বিশাল পুলিশ বাহীনি এসে অবরোধ তুলে দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পরে ইট বৃষ্টি শুরু করে কলেজ ভাংচুর করার চেষ্টা করে। পরীক্ষার্থীদের ছোড়া ওই ইট বৃষ্টিতে কলেজের দুজন কর্মীও সামান্য জখম হয়েছেন বলে কলেজ সূত্রে জানা গেছে।