নিজেনিউটাউন বিজনেস ক্লাবে এক অভিনব উদ্যোগে নৃত্যের সাথে ক্যারাটে আয়োজন করল “জাপান ক্যারাটে ইন্ডিয়া”।

“জাপান ক্যারাটে ইন্ডিয়া” আয়োজন করল ক্যারাটে কিনেটিক্স ২০২৩। এদের উদ্যোগে ইয়েলো বেল্ট,অরেঞ্জ বেল্ট, ,পার্পল বেল্ট,ব্লু বেল্ট,গ্রীন বেল্ট,বাদামি বেল্ট এবং ব্ল্যাক বেল্ট ছাত্রছাত্রীরা অর্জন করল। অংশগ্রহনের তালিকায় ৭০ থেকে বাচ্চা সবাই রয়েছে খুদ্র অংশগ্রহণকারি ৪ বছরের যেখানে বয়স কেবল সংখ্যা মাত্র। এছাড়া ও শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে সর্বোচ্চ বয়সের ব্লাক বেল্ট অর্জনকারী ৭০ ছুঁয়েছে সঙ্গে বয়স কে নিছক সংখ্যায় রেখে ব্লাক বেল্ট অর্জন করে মানুষের হৃদয় ছুঁয়েছে।JKI এবং নৃত্যম উড়িষ্যা ডান্স সেন্টার-এর ছাত্রছাত্রীরা ক্যারাট,কালারিপায়াত্তু ভারতীয় মার্শাল আর্ট,এবং নৃত্যে অংশগ্রহণ করল। এই আয়োজন এর মূল উদ্যোক্তা হলেন সেনসেই দেবাশীষ দেসমুখ, জাপান ক্যারাটে ইন্ডিয়া এবং NKDA এম্প্যানেলড ক্যারাটে টিচার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ সেন উর্মিলা সেন, ইন্দ্রজিৎ রায়, রূপা রায়, তিন কড়ি দত্ত, কায়সি পরেশ মিশ্র,আশা মিশ্র, লিপি চৌধুরী, বিকাশ সাহা।