দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। এদিন বিজেপির নতুন প্রধান হলেন চন্দনা পাহান। ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান নির্বাচিত হওয়ায় দোলের আগেই আবির খেললেন বিজেপির সদস্যরা। চলে মিষ্টিমুখ।ডাংগা গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২০টি। বর্তমানে বিজেপি ১০, তৃণমূল ৬, বামফ্রন্টের ৩, তৃণমূলের এক সদস্য মৃত। মাস কয়েক আগে বিজেপির ডাকা অনাস্থা প্রস্তাব তৃণমূলের মৃত সদস্য কে জীবিত দেখিয়ে বাতিল করে দেয় প্রশাসন বল অভিযোগ বিজেপির। ঘটনায় উচ্চ আদালতে যায় বিজেপি। উচ্চ আদালতের নির্দেশে বিজেপি ঐ গ্রাম পঞ্চায়েতের দখল পায়। এদিন বিজেপির প্রধান হয় চন্দনা পাহান।নব নির্বাচিত প্রধান চন্দনা পাহান জানান, এই জয় এলাকার মানুষের জয়। তিনি মানুষের জন্য কাজ করে যাবেন।