টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগ। ব্লক তৃণমূল সভাপতি বিরুদ্ধে দলীয় পদ বিক্রির অভিযোগ তুললেন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সহ দলের একাংশ।

মালদার গাজোলে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিনেশ টুডুর বিরুদ্ধে টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগ তুলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগ জানালেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভাশিস চক্রবর্তী। যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে কংগ্রেস সভাপতি দীনেশ টুডুর দাবি চাকরি দেওয়ার নাম করে যারা টাকা তুলেছে , জমি মাফিয়া দের সাথে যোগাযোগ রয়েছে তারা আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যে অভিযোগ করছেন। প্রয়োজনে রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানাবো। তৃণমূলের গোষ্ঠিকোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত পঁচে গিয়েছে বলে কটাক্ষ করে বিজেপি। দলকে না জানিয়ে যারা দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন তারা সঠিক কাজ করেননি। গাজলের দলীয় নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করে বিষয়টি জানবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। শনিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *