জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষ থেকে দেশ, বিদেশের বৈজ্ঞানিকদের উদ্ধৃতি প্রদর্শনী করা হয়।

উদ্ধৃতি প্রদর্শনীর সূচনায় সংগঠনের শিলচর চাপ্টারের আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য বলেন বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এর পক্ষ থেকে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন বর্তমান সরকারের পৃষ্ঠপোষকায় গোটা দেশে অবৈজ্ঞানিক চিন্তাধারা প্রচারের কাজ সুচারুরূপে চলছে। বিজ্ঞান কংগ্রেস থেকে শুরু করে আই আই টি, এন আই টি, মেডিক্যাল কলেজের পাঠ্যক্রমে অবৈজ্ঞানিক পাঠ্যক্ৰম চালু করা হয়েছে। অন্ধবিশ্বাস, কুসংস্কারের প্রচার ও প্রসারের ক্ষেত্রে সংবিধানে থাকা নিষেধাজ্ঞাকে উলঙ্ঘন করে করে সরকারি মদতে অবৈজ্ঞানিক ধ্যানধারনাকে ছড়িয়ে দিচ্ছে বর্তমান সরকার। সাম্প্রতিক কালে চিকিৎসা বিজ্ঞানে জ্যোতিষশাস্ত্রের অন্তর্ভুক্তির যৌক্তিকতা নিয়ে নানা মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বৈজ্ঞানিক মনস্কতা গড়ে তোলার জন্য সবাইকে আহবান জানান।এছাড়াও আজ একটি ওবেনারের আয়োজন করা হয়। ওবেনারে বক্তব্য রাখেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ডা. সামস মুসাফির। ওবেনার পরিচালনা করেন সংগঠনের শিলচর চাপ্টারের অন্যতম কার্যকরী সদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *