নকশালবাড়িতে দ্বিতীয় পর্যায়ে শুরু হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি।নকশালবাড়িতে দিদির দূত হিসেবে জনসংযোগ করলেন জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ।

নকশালবাড়িতে দ্বিতীয় পর্যায়ে শুরু হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি।নকশালবাড়িতে দিদির দূত হিসেবে জনসংযোগ করলেন জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ।রবিবার শ্মশান কালিবাড়িতে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন জেলা সভানেত্রী।এরপর বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ শোনেন তিনি।নকশালবাড়ির রায়পাড়ায় হোপ ফ্রি ওয়েল ব্যাপিস্ট চার্চে যান পাপিয়া ঘোষ।পরে নকশালবাড়ি ইসকন মন্দির ও নকশালবাড়ি মাজার পরিদর্শন করেন তিনি।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, ব্লক সভাপতি পৃথ্বীশ রায়, যুব ব্লক সভাপতি বিরাজ সরকার, বিদ্যুৎ দাস সহ অন্যান্যরা।এদিন পাপিয়া ঘোষ জানান, নকশালবাড়ির রায়পাড়ায় বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের সমস্যা শুনলাম।এগুলো খুব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করবো। পাশাপাশি এলাকায় বড় দুটি রাস্তার কাজ হচ্ছে। বিকেলে জনসভা ও দলীয় কার্যালয়ে বৈঠক শেষে দলীয় কর্মীর বাড়িতে কর্মসূচি শেষ করা হবে।