আবারো পুলিশের মানবিক রূপ , এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পাশে দাঁড়ালেন পুলিশ অফিসার শহরের বুকে আবারো পুলিশের মানবিক রূপ প্রস্ফুটিত হলো।

শহরে ব্যস্ততম রথবাড়ি মোড়ে রাস্তার ধারে দীর্ঘদিন ধরে পড়ে ছিল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বয়স ৩৪ বা ৩৫। দিনের পর দিন অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেও না দেখার ভান করে মুখ ফিরিয়েছে।ব্যস্ততম সমাজ। তবে নজর এড়াতে পারেন নি একজন পুলিশ অফিসার। তার বাড়ি এবং তার পরিচয় জানতে চাইলে কিছুই বলতে পারেননি সেই ব্যক্তি। কথায় মধ্যে অসামঞ্জস্যতা মেলায় ওই পুলিশ অফিসার বুঝতে পারেন হয়তো তিনি মানসিক ভারসাম্যহীন। পায়ের নিচে একাংশে ঘা হয়ে যাওয়ায় ।তাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে তার প্রয়োজনীয় চিকিৎসা করান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানেই থামেননি পুলিশ অফিসার, তার মাথার চুল কেটে, স্নান করিয়ে, পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে ধীরে ধীরে সুস্থ্য রূপ ফিরিয়ে দেন ওই পুলিশ অফিসার। দুবেলা সে যাতে ঠিক মতো খেতে পারে নিশ্চিত করতে তাকে নিয়ে যান হোমে। সেখানে কিছুদিন থাকার পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাকে ইংরেজবাজার থানা থেকে রওনা করানো হয় বহরমপুর মেন্টাল হসপিটালে। পুলিশের এই সহযোগিতায় ও মানবিকতার পরশ ছোঁয়ায় আগামী দিনে মানসিক ভাবে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে পেতে পারে সেই যুবক, এই তৃপ্তি পেতেই এগিয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত জানালেন রথ বাড়ি আউট পোস্ট এর দায়িত্বপ্রাপ্ত অফিসার সত্যব্রত ভট্টাচার্য।