আন্তজাতিক নারী দিবস উপলক্ষে আজ শিলচর কাছাড় কলেজে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয় ।

আন্তজাতিক নারী দিবস উপলক্ষে আজ শিলচর কাছাড় কলেজে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হয়,এতে উক্ত কলেজে পরুয়া মেয়েদের হাতে তৈরী করা হস্তশিল্প মেলা,বানানো খাদ্য মেলা,মেয়েন্দি মেলা বসানো হয়েছে।মূখ্য বক্তা সীতা লক্ষ্মী. আর বর্তমান সমাজে নারী দের বর্তমান অবস্থান বিভিন্ন ভাবে বক্তব্য রাখেন।কাছাড় কলেজের অধ্যাপিকা তথা “সুচেতা “মেয়েদের বিভাগের সম্পাদিকা বলেন,আগামী ৮মাচ্ হোলি উৎসব থাকাতে আজ আন্তজার্তিক নারী দিবস পালন করছেন ও এতে কলেজের অধ্যাপক -অধ্যাপিকা সহ পরুয়া ছাত্র-ছাত্রীরা যৌথভাবে অনুষ্ঠানটিকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন এবং” সুচেতা”বিভাগের প্রতিষ্ঠাতা সম্পাদিকা ডাঃ পদ্মশ্রী চক্রবর্তী বলেন,এই সেলটি ২০১৪ সালের ডিসেম্ভর মাসে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতি বছর এইভাবে আন্তজার্তিক নারী দিবস পালন করে থাকেন,তাদের উদ্দেশ্য হচ্ছে,নারীরা আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে ও স্বনিম্ভর থাকাতে পারে এটাই কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *